Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-১০-২০২২, সময়ঃ দুপুর ০২:৪১

ফুলবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

 ফুলবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

ফুলবাড়ী প্রতিনিধি ►

দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে গতকাল শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পুলিশিং ডে পালন করা হয়েছে। ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শিা-শৃঙ্খলা সর্বত্র’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক গণশিা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্য মিজানুর রহমান, পৌর প্যানেল মেয়র মামুনুর রশীদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু, ফুলবাড়ী শাখা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অধ্যাপক চিত্তরঞ্জন দাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে থানা পুলিশের সদস্য, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য-সদস্যা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad