Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-১১-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:০৪

বাংলাদেশ গ্রাম থিয়েটারের মতবিনিময় সভা 

বাংলাদেশ গ্রাম থিয়েটারের মতবিনিময় সভা 

নিজস্ব প্রতিবেদক ►

সুরবাণী সংসদ মিলনায়তনে হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে এই প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ গ্রাম থিয়েটারের রংপুর বিভাগীয় সম্বনয়কারী ও গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে মতবিনিময় সভা শনিবার অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মন্ডলীর সদস্য অধ্যাপক লুৎফর রহমান, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় পর্ষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক সাঈদ রিংকু, রংপুর বিভাগীয় সম্বনয়কারী ও গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদল, অন্তরঙ্গ থিয়েটারের সভাপতি সাজু সরকার, কানন থিয়েটারের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, নন্দন থিয়েটারের সভাপতি আবু জোহা জুয়েল, বেঙ্গল থিয়েটারের সভাপতি মাসুদ রহমান প্রমুখ।

আলোচনায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের চল্লিশ বছর পূর্তি পালন সহ থিয়েটার সংগঠন গুলোকে কর্মশালার মাধ্যমে শক্ত-মজবুত করে বাঙ্গালি সংস্কৃতি তুলে ধরে নিয়মিত শুদ্ধ নাট্যচর্চা করে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad