নাটোর প্রতিনিধি ►
নাটোর জেলার বাগাতিপাড়ার উপজেলার চাঁদপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি সাধারণ শাখা ও এইচএসসি বিএমটি শাখার পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ৩ নভেম্বর সকাল সাড়ে ১১টায় কলেজের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে ২০২২ সালের পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয।
এ সময় উপস্থিত ছিলেন দয়ারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন দুলাল সহ প্রতিষ্ঠানের বর্তমান ও পূর্বের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা। কলেজের দর্শন বিষয়ের প্রভাষক আকরাম হোসেনের সঞ্চালনায়,শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের অধিকতর মান উন্নয়নে কার্যকরী ভুমিকা রাখতে নানা দিক তুলে ধরেন উপস্থিত বক্তারা। পরে এইচএসসি পরীক্ষার্থীসহ সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।