নিজস্ব প্রতিবেদক
বালাসি থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের দাবিতে ব্রহ্মপুত্র সড়ক ও রেলসেতু/ টানেল বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল শনিবার গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। ব্রহ্মপুত্র সড়ক ও রেলসেতু/ টানেল বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আশরাফ আলীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, মো. ইলিয়াস হোসেন, আনারুল ইসলাম লেবু, শহিদুল্যাহেল কবীর ফারুক, আতোয়ার রহমান, মুজকুরী অনু, মোতালেব হোসেন ম-ল, আবু বকর সিদ্দিক, অধ্যাপক শাহরিয়ার হোসেন পাভেল, মোস্তফা মনিরুজ্জামান, গোলাম রব্বানী, এসএম বাবলু, কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, রংপুর বিভাগের ৮ জেলার উন্নয়নের লক্ষ্যে বালাসি থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, বালাসিতে টানেল নির্মাণ না হলে উত্তরাঞ্চলে ৮ জেলার উন্নয়ন সম্ভব নয়। বালাসি থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণ করে উত্তরাঞ্চলের ৮ জেলার অর্থনৈতিক ও শিল্প বৈষম দুরীকরণ সম্ভব। রংপুর বিভাগের জনপদ রাজধানী ঢাকা থেকে ব্রহ্মপুত্র যমুনা নদীর কারণে বিচ্ছিন্ন। একমাত্র টানেল নির্মাণের মাধ্যমে গাইবান্ধা জেলাসহ উত্তরাঞ্চলের অর্থনৈতিক পরিবর্তন ও শিল্প বিপ্লব ঘটানো সম্ভব। টানেল নির্মাণের মাধ্যমে ফুলছড়ি উপজেলাসহ ব্রহ্মপুত্র নদের দুই তীরের চরাঞ্চলের লোকের শিল্প বিপ্লব, কৃষি বিপ্লব, শিক্ষা ও সংস্কৃতি বিপ্লব ঘটানো সম্ভব। একমাত্র ব্রহ্মপুত্র নদের কারণে গাইবান্ধা জেলা শহর হওয়া সত্ত্বেও প্রান্তিক শহরে পরিণত হয়েছে। আজকে ব্রহ্মপুত্র টানেল নির্মাণ হলে গাইবান্ধা শহরের গেটওয়ে শহরে পরিণত হবে এবং জেলায় কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপনসহ উপযোগী শহর হিসেবে উত্তরাঞ্চলের মধ্যে প্রথম সারির একটি শহরে পরিণত হবে।