• মাধুকর প্রতিনিধি
  • ৬ মাস আগে

বালিকা গোল্ডকাপ টুর্নামেন্টের ১-০ গোলে জয়ী বোদা ফুটবল একাডেমি

বালিকা গোল্ডকাপ টুর্নামেন্টের ১-০ গোলে জয়ী বোদা ফুটবল একাডেমি

ফুলবাড়ী প্রতিনিধি ►

দিনাজপুরের ফুলবাড়ীতে রাজু গুপ্তা বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলায় স্বাগতিক ফুলবাড়ীর বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান প্রমিলা ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমি জয়ী হয়েছে।

ফুলবাড়ীর বিশিষ্ট শিল্পপতি গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রাজু কুমার গুপ্ত’র পৃষ্ঠপোষকতায় শনিবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় এবং বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির আয়োজনে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে সেমি ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।  

রাজু গুপ্তা বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলায় স্বাগতিক ফুলবাড়ীর বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান প্রমিলা ফুটবল একাডেমি ও পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমি অংশ নেয়। 

ফুলবাড়ীর বিশিষ্ট শিল্পপতি রাজু কুমার গুপ্ত’র সভাপতিত্বে  আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসকাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হুদা, ফুলবাড়ী প্রেসকাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, পৌর ছাত্রলীগের আহবায়ক দৈনিক দেশ মা’র যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।

স্বাগতিক ফুলবাড়ীর বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান প্রমিলা ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে বোদা উপজেলা ফুটবল একাডেমি জয়ী হয়ে ফাইনালে উঠেছে।

খেলার সার্বিক পরিচালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির পরিচালক তারিকুজ্জামান শুভ। খেলার মিডিয়া পার্টনার ছিলে দৈনিক দেশ মা। খেলায় বিপুল সংখ্যক ফুটবল প্রেমি নারী ও পুরুষ দর্শকের সমাগম ঘটে। 
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়