Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-১২-২০২২, সময়ঃ বিকাল ০৩:৪০

বিএনপির নেতাকর্মীদের মুক্তি ও কেন্দ্রীয় কার্যালয় পুলিশ জবর দখল করার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ

বিএনপির নেতাকর্মীদের মুক্তি ও কেন্দ্রীয় কার্যালয় পুলিশ জবর দখল করার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ►

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি ও কেন্দ্রীয় কার্যালয় পুলিশ জবর দখল করার প্রতিবাদে মঙ্গলবার এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।  জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জেলা সহ-সভাপতি আলমগীর সাদুল্যা দুদু, মোর্শেদ হাবীব সোহেল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মনজুর মোর্মেদ বাবু, আনিছুর রহমান নাদিম, সাদুল্যাপুর উপজেলা বিএনপি নেতা শামছুল হাসান, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি নেতা মাহমুদুল হাসান প্রামানিক, পলাশবাড়ি উপজেলা বিএনপি নেতা আবু কালাম আজাদ, অ্যাড. কাজী আমিরুল  ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ প্রমুখ। 

বক্তারা জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানান।

সেইসাথে গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ গুলি বর্ষণ করে স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনকে হত্যা, নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবী মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য ও বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পুলিশ জবর দখল করার প্রতিবাদ জানান। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad