• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-১২-২০২২, সময়ঃ দুপুর ০১:২৯

বিজিবি দিবস উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

বিজিবি দিবস উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুর হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি দিবস উপলক্ষে সীমান্ত রক্ষাকারী দুই বাহিনীর ভ্রাতৃত্ব রক্ষার্থের এবং সুসম্পর্ক বজায় রাখার জন্য একে অপরের সাথে ভাতৃত্ব বন্ধন আবদ্ধ করার লক্ষ্যেই ভারতীয় সীমান্ত রক্ষা রক্ষী বাহিনী (বিএসএফ) কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে মিষ্টি উপহার হিসেবে পাঠিয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিএসএফকে মিষ্টি উপহার দেয় বিজিবি। ভারতের হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার সুশিল কুমারের হাতে বিজিবির হিলি আইসিপি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব রহমান ৬ প্যাকেট মিষ্টি উপহার দেন। এসময় সেখানে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মাহবুব রহমান বলেন, আজ বিজিবি দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হলো।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়