নিজস্ব প্রতিবেদক ►
ঢাকায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সফল কর্মসূচির সাফল্যের উপর সম্মাননা ক্রেস্ট প্রদান, সুবিধাভোগীদের মাঝে আর্থিক অনুদান ও উপকরণ বিতরণ এবং বিশেষ অবদানের জন্য জাতীয় মানবকল্যাণ পদক প্রদান করা হয়।
দিবসের কর্মসূচিতে সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও. ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আশরাফ আলী খান খসরু, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়, রাশেদ খান মেনন, এমপি, সভাপতি, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর আলম, সচিব , সমাজকল্যাণ মন্ত্রণালয়।
অনুষ্ঠান শেষে এসকেএস ফাউণ্ডেশনসহ বিভিন্ন সংগঠনকে সামাজিক কাজের স্বীকৃতি স্বরুপ জাতীয় মানবকল্যাণ পদক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। ফাউণ্ডেশনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ক্ষুদ্রঋণ কর্মসূচি প্রোগ্রাম সমন্বয়কারী-মোঃ মাহাবুব আলম।