Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে

বৃষ্টিহীন আকাশ, কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের বার্তা

বৃষ্টিহীন আকাশ, কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের বার্তা

মাধুকর ডেস্ক►

দেশে বর্তমানে বৃষ্টিবাহী কোনো মেঘ নেই। আকাশের কিছু অংশে আংশিক মেঘলা ভাব থাকলেও সেখান থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের স্পষ্ট উপস্থিতি অনুভূত হতে শুরু করেছে।

শনিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি) একটি ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে। সাগর পুরোপুরি শান্ত থাকলে ডিসেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। তাদের এক বিশ্লেষণে বলা হয়েছে, ডিসেম্বরেই শৈত্যপ্রবাহ নামার সম্ভাবনা বেশ জোরালো।

উত্তরাঞ্চলের গ্রামগুলোতে ভোরের জমাট কুয়াশা এবং সন্ধ্যার হিমেল হাওয়া জানিয়ে দিচ্ছে—এ বছর শীত আগেভাগেই ঘনিয়ে আসছে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—১৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নভেম্বরের শেষ দিকে সাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি না হলে তাপমাত্রা আরও দ্রুত কমে যেতে পারে।

এই বছর শীতের ধরন হতে পারে ভিন্নধর্মী। নভেম্বর মাসজুড়ে শীত ধীরে ধীরে ঘন হলেও তা মৃদু ও উপভোগ্য থাকবে। ভোরে ঘন কুয়াশা, সন্ধ্যার পর ঠাণ্ডা বাতাস এবং রাতের শেষ ভাগে দ্রুত তাপমাত্রা কমে যাওয়া—পুরো মাসজুড়েই থাকবে এই প্রবণতা। তবে নভেম্বরের শীত শৈত্যপ্রবাহের মতো তীব্র হবে না বলে ধারণা করা হচ্ছে।

শীত আসবে ধীরে ধীরে, তবে নভেম্বরজুড়েই এর উপস্থিতি স্পষ্ট থাকবে। উত্তরাঞ্চল থেকে শুরু করে মধ্য ও দক্ষিণাঞ্চলেও শীতলতার প্রভাব ছড়িয়ে পড়বে। শিশিরভেজা সকাল, কুয়াশামাখা ভোর আর সন্ধ্যার ঠাণ্ডা বাতাস—সব মিলিয়ে নভেম্বর হয়ে উঠবে শীতের আগমনী বার্তার এক মনোরম মাস।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad