• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-১২-২০২২, সময়ঃ রাত ০৭:৩২

ভাঙ্গন রোধে সংরক্ষণের কাজে অনিয়মের অভিযোগ

ভাঙ্গন রোধে সংরক্ষণের কাজে অনিয়মের অভিযোগ

সাঘাটা প্রতিনিধি ►

গাইবান্ধার সাঘাটা উপজেলার রামনগর ও কচুয়া গ্রামের বাঙ্গালী নদীর ডান তীর নদী ভাঙ্গন রোধে ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক সংরক্ষণের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা যায়, উপজেলার কচুয়া ইউনিয়নের ত্রিমোহনী থেকে রামনগর গ্রামের বাঙ্গালী নদী ভাঙ্গন রোধে ৮ কোটি ৮৪ লক্ষ টাকা বরাদ্দ হয়। নিয়ম অনুযায়ী ১শ ৭৫ কেজি ওজনের জিও ব্যাগ ডাম্পিং করার কথা কিন্তু শিডিউল মোতাবেক ওজনে কম, নি¤œমানের বালু বস্তায় ভরে ডাম্পিং করা হয়েছে। এছাড়াও ওই নদী থেকে নিম্নমানের বালু, পাথর ও সিমেন্টের পরিমাণ কম দিয়ে ব্লকের কাজ করা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার জানান, উল্লেখিত কাজের অনিয়মের অভিযোগ বেশ কয়েকবার মৌখিকভাবে করা হলেও পানি উন্নয়ন বোর্ডের তদারকি কর্মকর্তাগণ ব্যবস্থা নেননি। এ অনিয়ম দূর্নীতির অভিযোগ জেলা প্রশাসক, পানি উন্নয়ণ বোর্ড গাইবান্ধা, দূর্নীতি দমন কমিশন রংপুর অঞ্চল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করা হয়েছে। এ দিকে তদারকি কর্মকর্তাদের সাথে মুঠোফোনে কথা হলে জানান, নিয়ম অনুযায়ী কাজ করা হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়