নিজস্ব প্রতিবেদক ►
দৈনিক মাধুকর পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকাল সাড়ে ১০টায় পত্রিকা বিক্রেতাদের মিলন মেলায় পরিণত হয়েছিলো।
পত্রিকার কার্যালয়ে পত্রিকা বিক্রেতাদের এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাধুকর পত্রিকার ম্যানেজার ও সহকারি বার্তা সম্পাদক ভবতোষ রায় মনা, সহকারি সাকুর্লেশন ম্যানেজার বিমল চন্দ্র বর্মণ, পত্রিকা বিক্রেতা সমিতির সভাপতি মো: আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল বারী মিয়া, পত্রিকা বিক্রেতা আজাহার আলী, শাহজাহান আলী, রাজ্জাক মিয়া, মকুল চন্দ্র, ময়নুল হক, আলম মিয়া, জাহিদ হোসেন, শামিম মিয়া, আনিস, নজরুল, মোকশেদ আলী, কাজীম আলী, মতলুবর রহমান, নারায়ন চন্দ্র, ইসলাম মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে তারা বলেন, মাধুকর পত্রিকাকে এগিয়ে নিয়ে যেতে আমরা কাজ করবো। প্রতিদিন সকালে পাঠকের হাতে মাধুকর পত্রিকা পৌছে দিচ্ছি। আজ মাধুকর পত্রিকা ১৬ বছরে পা রাখল। সংবাদের ক্ষেত্রে মাধুকরের রিপোর্টের বেশ গুরুত্ব রয়েছে। তবে আরও চমকপদক নিউজ ভবিষ্যতে মাধুকরে ছাপা হবে এবং আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশা করি।