নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের ২ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন সাজেদা ফাউন্ডেশন। মঙ্গলবার সকালে মোল্লারচরের সিধাই গ্রামে ইউনিয়নের ২ শতাধিক পরিবারের মাঝে সাজেদা ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন মোল্লারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুজ্জামান সরকার, ইউপি সদস্য মো. বেলাল হোসেন, সাজেদা ফাউন্ডেশনের টিম লিডার মো. তৌহিদুর রহমান, শাখা ব্যবস্থাপক খন্দকার রকিবুল হাসান, প্রোগ্রাম অফিসার(মানসিক স্বাস্থ্য) মো. সাইদুল ইসলাম প্রমূখ।
সিধাই গ্রামের মোছা: জয়বানু বেওয়া (৬৫) বলেন, চরোত ঠান্ডা বেশি এই কনকনে ঠান্ডা বাতাসে মোক কাবু করিচে। ভারি গরম কাপড় বাড়িত নাই এই এ্যাকনা সাজেদা'র কম্বল পানু, গাওত দিয়া বাড়িত যাইম। গোপলপুরের মোছা: মর্জিনা বেগম বলেন, কেউ হামাক কম্বল দেয় নাই। এই আজকে এ্যাকটে কম্বল পাইচোম। পোলা স্কুলত পড়ে হেতেরে দিমু।
মোল্লারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুজ্জামান সরকার জানান, সরকারী ভাবে শীতবস্ত্রের বরাদ্দ কম থাকায় শীতার্তদের মাঝে কম্বল দেয়া সম্ভব হচ্ছে না। চরাঞ্চলে শীতের প্রকোপ বেশি এবং ঠান্ডা বাতাসের কারনে মানুষজনের কষ্ট হচ্ছে। চারিদিকে থেকে আসা ঠান্ডা বাতাসের কারনে ঘর থেকে বাহিরে বের হওয়াও কঠিন।