Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-১২-২০২২, সময়ঃ সকাল ০৯:২৮

যথাযোগ্য মর্যাদা ও নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে গাইবান্ধায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

যথাযোগ্য মর্যাদা ও নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে গাইবান্ধায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

নিজস্ব প্রতিবেদক ►

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে গাইবান্ধায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র লক্ষ্যে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. অলিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা পরিষদ নির্বাহী প্রধান আব্দুর রউফ তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবির, গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনসহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এরপরই বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলীর নিবেদন করেন।

বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ৮ টায় শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে কুচকাওয়াজ, শিশু কিশোরদের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে জেলা প্রশাসন

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad