• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-১২-২০২২, সময়ঃ দুপুর ০১:৪১

যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেল যুব সৃজনশীল গাইবান্ধা

যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেল যুব সৃজনশীল গাইবান্ধা

নিজস্ব প্রতিবেদক ►

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালকের কার্যালয় থেকে যুউঅ/গাই-৯৮ নিবন্ধন সনদ পেল "যুব সৃজনশীল গাইবান্ধা" যুব উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ মেহেদী হাসান এর হাতে নিবন্ধন সনদ তুলে দেয় গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাহফুজার রহমান। 

গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাহফুজার রহমান জানান, বল্লমঝাড় ইউনিয়নের টেংগরজানী গ্রামের "যুব সৃজনশীল গাইবান্ধা" কে (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫ এর ধারা-৪ এবং যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা, ২০১৭ এর বিধি-৩ (৪) এর অধীন নিবন্ধন সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের গত ডিসেম্বর মাসের ১৪ তারিখে  "যুব সৃজনশীল গাইবান্ধা" নামে নিবন্ধন নম্বর যুউঅ/গাই-৯৮/সদর-২০/২২ এর ১২৪৭৩ ক্রমিক নাম্বারের একটি নিবন্ধন সনদ সাক্ষরিত ভাবে প্রদান করে গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মাহফুজার রহমান। 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়