
পিআইডি, রংপুর►
রংপুরে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা, ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে ফিতা কেটে এই বইমেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। জাতীয় গ্রন্থকেন্দ্র এই বইমেলা আয়োজন করেছে।
উদ্বোধন শেষে রংপুরের বিভাগীয় কমিশনার বলেন, পৃথিবীর জন্ম থেকে অদ্যাবধি যত জ্ঞান রয়েছে, তা বই থেকে পাওয়া যায়। এজন্য বইকে বলা হয় জ্ঞানের ভাণ্ডার। আর মানুষ দিনদিন বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বিভাগীয় বইমেলা প্রসঙ্গে তিনি বলেন, মানুষকে বই পাঠে আগ্রহী করে তুলতে এই মেলার আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, এই বইমেলা শুধু বই কেনা-বেচার স্থান নয়, এটি জ্ঞান, সংস্কৃতি ও মননচর্চার এক মহোৎসব। এখানে মানুষ নতুন চিন্তা, নতুন ধারণা এবং সৃষ্টিশীলতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং তাদের সচেতন নাগরিক হিসাবে গড়ে তুলতে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোকিত ও উন্নত সমাজ গড়তে তিনি সবাইকে বইমেলায় আসার, বই কেনার এবং নিয়মিত পাঠচর্চা করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলাপ্রশাসক বলেন, বইমেলা একটি সমাজের বুদ্ধিবৃত্তিক ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ মাধ্যম। গবেষণায় দেখা গিয়েছে, জ্ঞানচর্চা ও বই-সম্পর্কিত কর্মকাণ্ডে বিনিয়োগে বহুগুণ ইতিবাচক রিটার্ন পাওয়া যায়, যা অন্য কোনো খাতে এত সহজে পাওয়া যায় না। বই মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন এবং সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখে। তিনি জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলেন, আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে সচেতনতা ও স্পৃহা আমরা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রত্যক্ষ করেছি, তার পেছনে বইয়ের আলোই সবচেয়ে বড়ো শক্তি হিসাবে কাজ করেছে। তিনি আগামী চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মকে বেশি বেশি বই পড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুর বিভাগের স্থানীয় সরকারের পরিচালক মোঃ আবু জাফর, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুল মোতালেব সরকার, রংপুর পুলিশ সুপার মোঃ আবু সাইম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোসাঃ রাবেয়া বসরী, ঔপন্যাসিক ও সাহিত্য সংগঠনের কবি, ছড়াকার ও নাট্যকার মোঃ জাহিদ হোসেন প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রংপুরের খ্যাতিসম্পন্ন লেখক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আট দিনব্যাপী (১৮ই নভেম্বর থেকে ২৫শে নভেম্বর, ২০২৫ পর্যন্ত) এই বইমেলায় ৮৩টি স্টল স্থান পেয়েছে। বইমেলা চলবে প্রতিদিন বেলা ২:৩০ মিনিট হতে রাত ৮:৩০ মিনিট পর্যন্ত। স্টল ছাড়াও প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিতর্ক, কুইজ প্রতিযোগিতাও থাকবে।