নাটোর প্রতিনিধি ►
রাজশাহী বিভাগে ৩ ডিসেম্বর বিএনপির বিভাগীয় জনসমাবেশ সফল করার লক্ষে নাটোরে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বেলা ১১ টায় শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু, ত্রান ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটির এ্যাড শফিকুল হক মিলন, সাবেক এমপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, ভারপ্রাপ্ত আাহবায়ক জেলা বিএনপির শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজসহ অন্যান্যরা। এই সময় বক্তারা বলেন ৩ ডিসেম্বর গণসমাবেশে যে কোন মূল্যে সফল করতে হবে। প্রয়োজনে সমাবেশের তিন দিন আগে আমাদের রাজশাহীতে যেতে হবে। বাস ট্রাক অটো ভ্যান বন্ধ থাকলে পায়ে হেটে যেতে হবে। জন সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে।