• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-১২-২০২২, সময়ঃ দুপুর ০২:৫৭

রাণীনগরে শুরু হলো অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযান

রাণীনগরে শুরু হলো অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযান

নওগাঁ প্রতিনিধি: ► 

নওগাঁর রাণীনগরে চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২২-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গনে উপজেলা খাদ্য বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, ফরিদা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবাইদুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) আতিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লঅ, যুগ্ম সম্পাদক গোলাম হোসেন আকন্দ, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন জয়, উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক খাঁন, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ। চলতি আমন মৌসুমে উপজেলায় প্রতি কেজি ৪২টাকা দরে ৮৫৩ মেট্টিক টন চাল ও প্রতি কেজি ধান ২৮টাকা দরে ১১৫৩ মেট্টিকটন ধানের বরাদ্দ প্রদান করা হয়েছে।

এসময় প্রধান অতিথি বলেন দেশের প্রান্তিক পর্যায়ের কৃষকদের লাভবান করার লক্ষ্য নিয়েই কিন্তু সরকার এমন উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও চালকল মালিকদের যেন লোকসান না হয় সেই জন্য তাদের কাছ থেকেও চাল সংগ্রহ করা হচ্ছে। তাই সরকারের এমন মহতি উদ্দ্যোগকে শতভাগ সফল করার জন্য অবশ্যই সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়