নিজস্ব প্রতিবেদক ►
এনআরবিসি ব্যাংক লিমিটেড লালমনিরহাটের কালীগঞ্জ শাখার ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ৯৪ তম এই শাখার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ, এমপি। ব্যাংকের রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান নুরুল হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মোঃ রাকিবুজ্জামান আহমেদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম গোলাম রসুল, করিম উদ্দিন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ, এনআরবিসি ব্যাংকের রংপুর শাখার আঞ্চলিক ব্যবস্থাপক সৈয়দ সিরাজুল হকসহ ব্যাংকের সম্মানিত গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের হাতে কাছের লোকেশন ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে দেশের সহ¯্রাধিক লোকেশনে সেবা দেওয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।