মাধুকর ডেস্ক ►
শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী। এদিন ৮টা ৫৬ গতে এবং পূর্বামধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর মহানবমী বিহিত কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা। গতকাল মহাষ্টমীতে মন্দিরে মন্দিরে পূজার্চনা এবং পুস্পাঞ্জলি অনুষ্ঠিত হয়। বিভিন্ন পূজামন্ডপ ঘিরে বসে মেলার পসরা। বিকেলের পর মন্দিরগুলোতে নামে দর্শনার্থীদের ভিড়। দীর্ঘ রাত পর্যন্ত শহরের মন্দিরগুলো দর্শনার্থীদের পথচারনায় মুখরিত থাকে।