নিজস্ব প্রতিবেদক ►
এসকেএস ফাউণ্ডেশনের আয়োজনে ১৭ নভেম্বর এসকেএস ইন প্রশিক্ষণ ভ্যানুতে ৫দিন ব্যাপী এসআরএইচআর বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ শেষ হলো। এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এসকেএস ফাউণ্ডেশনের নির্বাচিত ১০ জন প্রশিক্ষনার্থী। এই প্রশিক্ষনের উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট বিষয়ে এসকেএস ফাউণ্ডেশনে ১০ জন মাষ্টার ট্রেইনার তৈরি করা এবং এই ট্রেইনারদের মাধ্যমে সংস্থার বিভিন্ন পর্যায়ে ফিল্ড ফ্যাসিলেটেটর তৈরি করা।
ফ্যাসিলেটেটরা কর্ম-এলাকার কিশোরীদের মধ্যে এসআরএইচআর বিষয়ক সচেতনতা তৈরি করবেন। এতে করে এলাকায় বাল্য বিবাহের প্রকোপ কমবে, অন্যদিকে কিশোরীরা রিপ্রোডাকটিভ হেলথ্ কেয়ার সার্ভিসেস, সেক্সচুয়াল ট্রান্সমিশন, মিনিসট্রিয়াল হাইজিন ম্যানেজমেন্ট, মিনিসট্রিয়াল হাইজিন মেইনটেনেন্স, ডিসপোজাল সিস্টেম, রিসকি বিহেবিয়ার, সোসাল বিহ্যাবিয়ার চেঞ্জ কমিউনিকেশন, কমিউনিটি ইনভলপমেন্ট এন্ড নগেজমেন্ট ইত্যাদি বিষয়ে জানবে।
এই ধারণা থেকে এলাকায় কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে ব্যাপক ধারণা বৃদ্ধি পাবে। আর এতেকরে তাঁদের শারীরিক ও মানসিক প্রশান্তি ফিরে আসবে এবং তাঁরা থাকবে শারীরকভাবে সুস্থ। এসআরএইচআর বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনোপ, কনসিগ্লিয়ারি, সেরাগ, নাফিক এবং এসকেএস ফাউ-েশন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষানার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।