• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৮-২০২২, সময়ঃ সকাল ০৯:৪৪
  • ১৭৮ বার দেখা হয়েছে

সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ

সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ

মোদাচ্ছেরুজ্জামান মিলু
মাঠ পর্যায়ের স্টাফদের আরো দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এসকেএস ফাউণ্ডেশন মাইক্রোফাইনান্স প্রোগ্রামের অধীনে ৩২ জন ফিল্ড অফিসারদের নিয়ে গত ২৬ ও ২৭ আগস্ট তারিখে দুইদিন ব্যাপী ‘সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা বিষয়ক এক বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করে। সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নে এসকেএস রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে আলোচ্য বিষয় হিসেবে ছিলো-প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য, সংস্থার ইতিহাস, ভিশন-মিশন ও মূল্যবোধ, সমিতি গঠন ও কাঠামো, সমিতি গঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, সদস্য নির্বাচন প্রক্রিয়া ও ভর্তি, সাপ্তাহিক সমিতির মিটিং ও রেজুলেশন, সঞ্চয় কি, সঞ্চয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, সঞ্চয়ের প্রকারভেদ, সঞ্চয় আদায় ও উত্তোলন পদ্ধতি, সঠিক ঋণী নির্বাচনী পদ্ধতি ও ঋণ বিতরণের নিয়মাবলী, এসএমএপি ঋণের খাত ও সদস্য যাচাই প্রক্রিয়া, ব্যালেন্সিং করার কৌশল, ব্যালেন্সিং এর প্রয়োজনীয়তা ও উপকারিতা, যোগাযোগ দক্ষতা উন্নয়ন ও রিপোর্টিং, মানবসম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত সকল নিয়ম কানুন ও পলিসি সমূহ নিয়ে আলোচনা, জেন্ডার কি, জেন্ডার  সমতা ও সমতায় যাওয়ার উপায় সমূহ, জেন্ডার সংবেদশশীলতা হওয়ার কৌশল সমূহ, স্টাফ ও মাঠ পর্যায়ের কর্ম এলাকায় জেন্ডার সমতা অর্জনের কৌশল ও জেন্ডার সংবেদনশীল হওয়ার ধাপসমূহ। 
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন মাইক্রোফাইনান্স ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, গাইবান্ধা ডিভিশনের কো-অর্ডিনেটর রোকনুজ্জামান লিমন. ট্রেনিং বিভাগের এ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর মোদাচ্ছেরুজ্জামান মিলু, গাইবান্ধা জোনের জোনাল ম্যানেজার মোনিনুর রহমান, এসএমএপি টেকনিকাল অফিসার আতিয়ার রহমান। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা শিক্ষণীয় বিষয়গুলি মাঠ পর্যায়ে কাজে লাগাতে পারবে এবং নিজেদেরকে আরো তথ্যসমৃদ্ধ করতে পেরেছেন বলে জানান। 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়