• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-১১-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:১৮

সমবায়ের দৃষ্টি ভঙ্গি বুকে ধারণ করতে হবে-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

সমবায়ের দৃষ্টি ভঙ্গি বুকে ধারণ করতে হবে-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

দিনাজপুর প্রতিনিধি ►

মিতব্যয়ী না হয়ে সকলকে সমবায়ী হওয়ার পরামর্শ দিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর দর্শনের মধ্যেই বাংলাদেশের উন্নয়নের পথ নিহিত রয়েছে। আমাদের সমবায়ের দৃষ্টি ভঙ্গি বুকে ধারণ করে সমবায় তথা দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। 

আজ শনিবার সকাল ১১ টার দিকে দিনাজপুরের বোচাগঞ্জে ৫১তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

নৌ প্রতিমন্ত্রী আরো বলেন, শুধু লক্ষ লক্ষ মানুষ নিয়ে সমাবেশ করলে হবে না। আপনাদের আদর্শ, লক্ষ, নীতি ও পরিকল্পনা কি তা দেশের মানুষের কাছে জানাতে হবে। নয় বছরের শিশু মাইশা, শ্রমিক নেতা ড্রাইভারের সন্তান মুনিরকে হত্যা করেছেন তাদের কাছে ক্ষমা চাইতে হবে, সাংবাদিকদের হত্যা করেছেন সাংবাদিক সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমা চাইতে হবে, রাজনৈতিক নেতাদের নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। তারপর দেশের জনগণ ভাববে আপনাদের প্রতি সমর্থন দেওয়া যায় কি না। 

তিনি আরোও বলেন, আপনারা যতই কুটনৈতিক পাড়ায় যান, যতই আমেরিকার কাছে ধর্ণাদেন কোন লাভ হবে না। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ নেবে আমেরিকা নেবে না, ইউরোপ নেবে না। সেই সুযোগ পঞ্চদশ সংশোধোনীর মাধ্যমে বন্ধ করে দেয়া হয়েছে। পঞ্চদশ সংশোধোনীর মাধ্যমে আমাদের সংবিধানকে ৭২ এর সেই অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে।

এই প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগন অন্য কেউ নয়। ৭৫ এর পরে এ প্রজাতন্ত্রকে বিদেশী বেনিয়াদের কাছে তুলে দেওয়া হয়েছিল। এই বাংলাদেশ আর কখনও বিদেশী বেনিয়াদের কাছে যাবে না। বাংলাদেশের জনগণই ঠিক করবে বাংলাদেশ কারা পরিচালনা করবে। 
উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে সভায় আরোও বক্তব্য রাখেন ইউসিসি এ লিমিডেটের সভাপতি আলহাজ¦ মোঃ মাঈন উদ্দীন আহমেদ, কাল্ব এর সাবেক সেক্রেটারী মোঃ মজিবর রহমান, উত্তরা ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর পরিচালক মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।

এসময়  সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামীরীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। 


 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়