• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-১২-২০২২, সময়ঃ বিকাল ০৫:২২

সরকারি চিকিৎসা কেন্দ্রে সেবার মান বৃদ্ধি অনিয়ম-দুর্নীতি-লুটপাট বন্ধে গাইবান্ধায় মানববন্ধন

সরকারি চিকিৎসা কেন্দ্রে সেবার মান বৃদ্ধি অনিয়ম-দুর্নীতি-লুটপাট বন্ধে গাইবান্ধায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তার, পর্যাপ্ত ঔষুধ, সকল ধরণের পরীক্ষা-নিরীক্ষার আয়োজনসহ অপারেশন থিয়েটার চালু করার দাবীতে সোমবার স্থানীয় ফায়ার সার্ভিসের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক বাংলাদেশের ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সংগঠনের সদস্যসচিব বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্যসচিব মনজুর আলম মিঠু, গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি প্রনব চৌধুরী খোকন, বাসদের জেলা আহবায়ক গোলাম রব্বানী, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, বাসদ (মার্কসবাদী)র জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সংগঠক জাহিদুল হক, বিপ্লবী ওয়ার্কাস পার্টির জেলা সমন্বয়ক ফিরোজ আহম্মেদ, অধ্যাপক রোকেয়া খাতুন, নিলুফার ইয়াসমিন শিল্পী, সুকুমার মোদক, কামরুল ইসলাম, আবু তাহের সায়াদ চৌধুরী প্রমুখ। 

বক্তারা বলেন, গাইবান্ধা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয় ডাক্তার ও পর্যাপ্ত ঔষুধ নেই। পরীক্ষা নিরীক্ষা এবং অপারেশন হয়না বললেই চলে। এখানে নিয়োগপ্রাপ্ত ডাক্তাররা নিয়মিত রোগী দেখেন না। পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করে সব সময়। রোগীদের প্রয়োজনীয় ঔষুধ দেওয়া হয়না।

দুর্নীতি-লুটপাট নিয়মে পরিনত হয়েছে। ইতিপূর্বে সংঘঠিত দুর্নীতির তদন্ত কমিটি গঠিত হলেও, সেটা জনগনের আই ওয়াসের জন্য করা হয়েছে। তদন্ত হয়নি, রিপোর্ট প্রকাশ হয়নি, দুর্নীতিবাজরা শাস্তি পায়নি। সবকিছু মিলে গাইবান্ধা সদর হাসপাতালে বর্তমানে চিকিৎসা সেবার মানের চরম অবনতি হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে সরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতে দুর্নীতি-লুটপাট বন্ধ করে চিকিৎসা সেবার মান বৃদ্ধি করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। তারা স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য গাইবান্ধাবাসীর প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়