Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে

সাঘাটার ৩ বিএনপি নেতাকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাঘাটার ৩ বিএনপি নেতাকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার সাঘাটা উপজেলার বিএনপির তিন নেতাকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বহিষ্কৃত বিএনপি নেতা সাজু আকন্দ বলেন, “আমি সাজু আকন্দ, শফিউল ইসলাম শফি ও উজ্জল শেখকে ‘আওয়ামী দোসর (ফ্যাসিস্ট)’ অ্যাখা দিয়ে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণসহ আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে আমরা সরাসরি জড়িত ছিলাম। এতসবের পরেও আমাদের ‘আওয়ামী দোসর’ অ্যাখা দিয়ে অন্যায়ভাবে বহিষ্কার করায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

এসময় তিনি এ বহিষ্কারের ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে দ্রুত জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার দাবি জানান। 

সংবাদ সম্মেলনে অপর দুই বহিষ্কৃত বিএনপি নেতা শফিউল ইসলাম শফি ও উজ্জল শেখ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য বিএনপি নেতা সাজু আকন্দ, শফিউল ইসলাম শফি ও উজ্জল শেখকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার পদ থেকে বহ্ষ্কিার করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad