সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় বুধবার আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের আয়োজনে দিনভর সমাবেশটি সম্পন্ন হয়। সার্কেল এ্যাডজুডেন্ট রুস্তম আলীর সঞ্চালনায় ও ইউএনও সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ পিভিএমএস।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহীন মিয়া । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা এ্যাডজুডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, সাঘাটা থানার ওসি মতিউর রহমান,ইউনিয়ন কমান্ডার রফিকুল ইসলাম, রুবি বেগম প্রমুখ। আলোচনা শেষে আনসার ভিডিপি সদস্যদের বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।