Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-১২-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:১৪

সাঘাটায় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

সাঘাটায় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধার সাঘাটা উপজেলার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল মন্ডল(৪১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর উপজেলার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র পশ্চিম শিমুলতাইড় (রেলওয়ে ইঞ্জিন কলোনী) এলাকা থেকে ওইসব ইয়াবা ট্যাবলেট জব্দ করাসহ জুয়েল মন্ডলকে আটক করা হয়। সে পশ্চিম শিমুলতাইড় গ্রামের মৃত জসিম উদ্দিন মন্ডলের ছেলে। 

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ রাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তি ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়েল মন্ডলের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেটে সাদা পলিথিনে মোড়ানো ৩টি প্যাকেটে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময়ে তার নিকটে থাকা মাদক বিক্রি ৩১ হাজার টাকা জব্দ করা হয়।

রাকিব হোসেন বলেন, মাদক কারবারি জুয়েল মন্ডল এলাকায় দীর্ঘদিন থেকে মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad