• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-১১-২০২২, সময়ঃ বিকাল ০৩:৪৮

সাঘাটায় ঘুড়িদহ ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১১ জন

 সাঘাটায় ঘুড়িদহ ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১১ জন

সাঘাটা প্রতিনিধি  ►

আগামী ২৯ ডিসেম্বর গাইবান্ধার সাঘাটা উপজেলার ৬নং ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়ন পত্র রিটারনিং কর্মকর্তার কাছে জমা দিতে বলা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়েছে। বিশেষ করে করে চেয়ারম্যান পদে আ.লীগের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ অব্যহত রেখেছেন। 

এই ইউনিয়নে এবার দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আ.লীগের ১১ জনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন, ঘুড়িদহ ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ও সাঘাটা প্রেসকাবের সাবেক সভাপতি সাংবাদিক জয়নুল আবেদীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ও পল্লী বিদ্যুৎ বিভাগের বিশিষ্ট ঠিকাদার ইঞ্জিনিয়ার রাজেশ চন্দ্র সিংহ, পল্লীবিদ্যুৎ বিভাগের বিশিষ্ট ঠিকাদার দুলু মন্ডল, একই বিভাগের ঠিকাদার হিমেল মন্ডল, প্রয়াত ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়ার ভাগ্নে জাকির হোসেন, ঘুড়িদহ ইউনিয়ন আ.লীগ নেতা শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা বজলার রহমান টিয়া, সাবেক ছাত্র নেতা নুরুন্নী বেপারী ও সাবেক ইউপি সদস্য জামিল উদ্দিন মন্ডল, সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম। সম্ভব্য এসব প্রার্থরা প্রতিদিন এলাকায় এলাকায় গিয়ে জনসাধারণের কাছে নিজেদের জন্য দোয়া কামনা করছেন।

এদের মধ্যে সাংবাদিক জয়নুল আবেদীনের নামই এলাকায় বেশী গুঞ্জন শোনা যাচ্ছে। আ.লীগ এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাঘাটা উপজেলা বিএনপি’র সদসস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ, উপজেলা বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের স্ত্রী সাবিয়া বেগম।
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়