সাঘাটা প্রতিনিধি ►
নানা কর্মসূচির মধ্যে দিয়ে জেল হত্যা দিবস পালন করেছে গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে দিবসের শুরুতেই গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে সংসদ সদস্য পদ প্রার্থী মাহমুদ হাসান রিপনের নেতৃতে উপজেলার বোনারপাড়াস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা সাঘাটা উপজেলা আ‘লীগ সভাপতি এ্যাড. সামশীল আরেফিন টিটুর সভাপতিত্বে জেলহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি মাহমুদ হাসান রিপন, গাইবান্ধা জেলা আ.লীগ এর সহসভাপতি আনারুল ইসলাম, উপজেলা আ.লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, সাবেক সভাপতি মোসলেম উদ্দিন বাবলু প্রমুখ।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জেলহত্যায় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।