সাঘাটা প্রতিনিধি►
সাঘাটা উপজেলার বোনারপাড়ায় বিএস কোয়ার্টার ভাঙার সময় বাধা দেওয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে।
জানা গেছে, বোনারপাড়ায় অবস্থিত উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বাসভবনটি পরিত্যক্ত অবস্থায় পরে থাকার সুযোগে স্থানীয় আজহার আলী নামের এক ব্যক্তি স্থানীয়দের সহযোগিতায় রাতের আঁধারে ভবনটি জবর দখল করে। ঘটনার দিন আজ শনিবার (১৯ আগস্ট) দিনের বেলায় ভবনটির সামনের অংশ ভেঙ ফেলার খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশে উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান কোকিল বাঁধা দিলে তার উপর চড়াও হন। এক পর্যায়ে তাকে মারপিট করে। পরে স্থানীয়রা ওই কর্মকর্তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।
উক্ত ঘটনায় জড়িত আজহার আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান বলেন, ব্যবস্থা নেব, রবিবার ঘটনাস্থলে পুলিশ পাঠাবো।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ইছাহাক আলীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ঘটনাটি শুনেছি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।