সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলা বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির আয়োজনে আজ বুধবার উপজেলা পরিষদ চত্বরে বি.আর.সি প্রস্তাবিত অতিরিক্ত বিদ্যুৎ বিল বাতিল ও পল্লী বিদ্যুৎ এর দূর্নীতির চলমান সেচসংযোগে অনিয়ম লাইসেন্স প্রদানের ক্ষেত্রে চলমান সেচ কে অগ্রাধিকার দেওয়ার দাবিতে মানববন্ধন মানববন্ধন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির জেলা কমিটির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ভূমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, কৃষক সমিতির আহ্বায়ক মোখছেদুর রহমান নান্নু, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, বি.এ.ডি.সি ম্যানেজার শাহ্জাহান আলী, সাইফুল ইসলাম ও আজাহার আলী প্রমুখ। বক্তারা বলেন, বিদ্যুৎবিভাগের গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সেচলাইসেন্স প্রদানের ক্ষেত্রে অনিয়ম দূর্নিতি বন্ধ। বি.আর.ডিপির কর্মকর্তা কর্মচারীদের দূর্নীতি বন্ধের দাবি জানান।