সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার ২ নং ভরতখালী ইউনিয়ণ পরিষদের মহিলা সংরক্ষিত ৩ নং শূন্য আসনে (২,৫ ও ৯ ) সদস্য পদে শাপলা বেগম সূর্যমূখী ফুল প্রতীকে ৭৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আঞ্জুয়ারা বেগম পেয়েছেন ৬৭০ ভোট।
নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও সাদুল্যাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান বেসরকারী ফলাফল নিশ্চিত করেছেন। ভোটিং মেশিনের সাহায্যে ভোট গ্রহনের জন্য ৩ প্রিজাইডিং অফিসার,২০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪০ জন পুলিং অফিসার নিয়োজিত ছিলেন। এছাড়া নির্বাচনে নিরাপত্তার জন্য পর্যাপ্ত আনসার ও পুলিশ মোতায়ন ছিলো। সকাল ৮ টা থেকে শুরু করে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। উল্লেখ্য গত ৭ জুলাই উক্ত আসনে মহিলা সংরক্ষিত সদস্য জহুরা বেগমের অকাল মৃত্যুতে আসনটি শূন্য হয়।