সাঘাটা প্রতিনিধি
গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি) আসনে ১২ অক্টোবর আসন্ন উপ-নির্বাচনকে সামনে রেখে সাঘাটা উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী ও দৈনিক জয়যুগান্তর পত্রিকার সম্পাদক আলহাজ নাহিদুজ্জামান নিশাদ।
গতকাল শুক্রবার বিকেলে সাঘাটা প্রেসকাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে চরাঞ্চলের প্রসূতি মায়েদের ডেলীভারীসহ অতি জরুরি সেবার ক্ষেত্রে হাসপাতালে পৌঁছাতে সরকারি হেলিকপ্টার সাপোর্ট চালু এবং দুই উপজেলায় ক্রিকেট একাডেমির ব্যবস্থা, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, নার্সিং ইন্সটিটিউট, কৃষিভিত্তিক শিল্প কলকারখানা স্থাপন, নদীভাঙন রোধে স্থায়ী নদী শাসন, ব্রহ্মপুত্র নদের তলদেশে বালাসী-বাহাদুরাবাদ টার্নেল অথবা সেতু দ্রুত বাস্তবায়ন, শিল্প কলকারখানা স্থাপন, যুবদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে ।