• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-১২-২০২২, সময়ঃ বিকাল ০৪:৪৫

সাঘাটায় হানাদার মুক্ত দিবস পালিত

সাঘাটায় হানাদার মুক্ত দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধার সাঘাটা হানাদার মুক্ত দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিজয় র‌্যালি, উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ম্যুরাল চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন।

বীর মুক্তিযোদ্ধা আজহার আলীর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী সরদার, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু প্রমুখ। 

উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ ডিসেম্বর ফুলছড়ি থানা মুক্ত করার পর ৭ ডিসেম্বর মুক্তিনগর ইউনিয়নের বেলতলি গ্রামে মুক্তিযোদ্ধারা সমবেত হয়। সেখান থেকে ৮ ডিসেম্বর সকাল ৮টায় সাঘাটা থানা সদর বোনারপাড়ায় হানাদার পাকিস্তানি বাহিনীর উপর হামলার পরিকল্পনা করে। এ খবর পেয়ে বোনারপাড়ায় অবস্থানরত হানাদার বাহিনী এবং এখানে বসবাসরত অবাঙালিরা একটি বিশেষ ট্রেনে ৮ ডিসেম্বর ভোরে রংপুরের উদ্দেশ্যে পালিয়ে যায়।
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়