সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধা ৫ সাঘাটা-ফুলছড়ি শূন্য আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন ২৪শে ডিসেম্বর উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা গণসংযোগ শেষে দূর্গাপুর গ্রামের কাচারী বাজার মাঠে ও বাটি গ্রামের আনিসুরের চাতালে ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে, আমি আপনাদের সন্তান হিসেবে সাঘাটা ফুলছড়ির অবহেলিত এলাকার অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সমাপ্ত করবো ইনশাল্লাহ ।
এছাড়াও উপজেলার প্রাণ কেন্দ্র বোনারপাড়ায় হাসপাতাল, বোনারপাড়া রেলওয়ে স্টেশনকে মডেল স্টেশন হিসেবে পরিণত করা , রাজধানীর সাথে অতি সহজেই যোগাযোগের মাধ্যম হিসেবে বোনারপাড়া-গোবিন্দগঞ্জ পর্যন্ত মিনি বিশ্বরোড নির্মাণ করার আশ্বাস দেন। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড: সামশীল আরেফিন টিটু, সহ সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক শাহ্ মোখলেছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারেছ আলী প্রধান, সাবেক ইউপি চেয়ারম্যান আহসানুল কবির, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আবদুল হালিম, খন্দকার ইউনুস আলী, খন্দকার মশিউর রহমান সহ অন্যান্য আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।