নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানলয়ের ইউপি-১ শাখা কর্তৃক ৫ই জুলাইয়ের অনুমোদিত নিদের্শনা মোতাবেক গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আজ রোববার গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসারের নিকট পৃথক পৃথক ভাবে এক স্মারক লিপি প্রদান করা হয়। এসময় জেলা নির্বাচন অফিসার মো: আব্দুল মোত্তালিব বলেন, নির্বাচন কমিশনের নিদের্শনা পেলেই নির্বাচনের অনুষ্ঠানের তফসিল ঘোষনা করা হবে। স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মো: ফজলুল কাইয়ম হুদা, মো: তাজুল ইসলাম, মো: খাজা মিয়া, বৃরোন্দ লাল মন্ডল, মোছা: হোসনে আরা বেগম, মাহবুবুল ইসলাম হিটলু, মোছা: মর্জিনা খাতুন, মো: মোন্নাফ মিয়া ও গৌকুমার প্রমুখ। এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বাস্তবায়ন কমিটি নির্বাচনের দাবিতে আগামী ১১ই সেপ্টম্বর সকাল ৯টা হইতে বেলা ৩টি পর্যন্ত সড়কপথ, রেলপথ, রাজপথ অবরোধ ও সাদুল্লাপুর নির্বাচন অফিস ঘেরাও করার কর্মসূচির দেয়া হয়েছে।
উল্লেখ্য: ইউনিয়ন পরিষদের ৬ষ্ঠ ধাপে এই ১১টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। কিন্তু ৩১/০১/২০২২ইং তারিখে ৮টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়। অপর ৩টি ইউনিয়ন নবগঠিত পৌরসভার গেজেট প্রজ্ঞাপন জারির কারনে নির্বাচন স্থগিত করা হয়। স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা হইতে নির্বাচন কমিশন সচিব এর বরাবরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন গত কোন বাধা নেই মর্মে ৫ই জুলাই সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান একটি পত্র জারি করেন। ওই পত্রে উল্লেখ করা হয় এই ৩টি ইউনিয়নে নির্বাচন আইনগত কোন বাঁধান নেই।