• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-১১-২০২২, সময়ঃ সকাল ১০:৪৮

সাদুল্লাপুরে ৩ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সাদুল্লাপুরে ৩ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক ►

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। 

সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। মোট ২৯টি কেন্দ্রে ৬৮ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতির কথা জানিয়েছেন রিটানিং কর্মকর্তা ও নির্বাচন অফিসার মো. লুৎফর রহমান। 

তিনি জানান, নির্বাচনি মাঠে আইনশৃঙ্খল রক্ষার দায়িত্বে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ভোটের মাঠে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের টিমও থাকছে। তা ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনি মাঠে দায়িত্ব পালন করছেন।

 এই নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জন, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ১৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। 

উল্লেখ্য, সাদুল্লাপুরে পৌরসভা গঠনের লক্ষ্যে বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউনিয়নে গত ৩১ জানুয়ারি ভোটগ্রহণ স্থগিত রাখে নির্বাচন কমিশন। পরে পুণরায় গত ২০ অক্টোবর তফসিল ঘোষণা করে ইসি।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়