Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন

মাধুকর ডেস্ক►

আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

স্বজনরা জানান,  আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ২৫ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে গ্রেফতার হন তিনি। এরপর থেকে বন্দি ছিলেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। ২৭ সেপ্টেম্বর সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের আইসিইউতে। সকালে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

এর আগে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয় তাকে।

২০২৪ সালে ২৫ সেপ্টেম্বর সকালে  র‌্যাবের মিডিয়া উইং কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান জানিয়েছিলেন সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

তিনি জানান, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর  আগে  ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ২২ মিনিটে তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তার বাবার গ্রেফতারের বিষয়টি জানিয়েছিলেন।

২০২৪ সালে ২৪ সেপ্টেম্বর  র‌্যাবের হাতে গ্রেফতার হন সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। 

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সালে নবম ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

নবম জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ১০ম জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad