সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ ও নিরাপদ প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পনেরটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা রোপণ করছেন উপজেলার উত্তরণ পাঠাগার।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্টি এন্ড উড টেকনোলজি ক্লাবের যৌথ উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসুচি বাস্তবায়ন হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে আজ (শনিবার, ৬ জুলাই) উপজেলার পৌরসভা, দহবন্দ ও রামজীবন ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সড়কে ফলদ বৃক্ষরোপন করেন পাঠাগারের সদস্যরা।
এতে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কলের শিক্ষার্থী এবং পাঠাগারের সভাপতি শাখিফুজ্জামান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, সাবেক সভাপতি নুরুজ্জামান সরকার, সাজেদুল আকাশ, আজমাঈন ইশতিয়াক, শ্রাবণ সরকার, আরিফুজ্জামান আরমান, নাঈম ইসলাম প্রমুখ।
পাঠাগারের প্রতিষ্ঠাতা আরিফুর রহমামান আরিফের প্রচেষ্টায় ২০১৩ সাল হতে পাঠাগারটি বৃক্ষরোপন কর্মসূচি পালন করে আসছে।