Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৭ ঘন্টা আগে

সুন্দরগঞ্জে চরাঞ্চলবাসীর উৎপাদন-বিপণন ও সেবা গ্রহণে নতুন সম্ভাবনা ‘পালকী’

সুন্দরগঞ্জে চরাঞ্চলবাসীর উৎপাদন-বিপণন ও সেবা গ্রহণে নতুন সম্ভাবনা ‘পালকী’

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের চরাঞ্চল হাজারিহাট (কানি চরিতাবাড়ী) গ্রামে ‘উৎপাদক সমাবেশ ও শিখন বিনিময় কেন্দ্র (পালকী)’ নামে একটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু হতে যাচ্ছে। যেখানে চরাঞ্চলবাসী তাদের উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে পারবে। সেইসঙ্গে শিখন বিনিময়ের পাশাপাশি এই প্ল্যাটফর্ম থেকে সরকারি-বেসরকারি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত কার্যক্রমও পরিচালিত হবে।

কেয়ার বাংলাদেশ’র কারিগরি সহায়তায় এসকেএস ফাউন্ডেশনের প্রদৃপ্ত প্রকল্প এই প্ল্যাটফর্মটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। প্ল্যাটফর্মটি বাস্তবায়নের অংশ হিসেবে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কানি চরিতাবাড়ী গ্রামে ‘পালকী’র অবকাঠামো নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনার জন্য এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা ও চুক্তিপত্র স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহারুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং ‘পালকী’র অবকাঠামো বাস্তবায়নের চুক্তিপত্র স্বাক্ষর করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার এস এম জগলুল রাজীব, এসকেএস ফাউন্ডেশনের উপ-পরিচালক খন্দকার জাহিদ সরওয়ার ও সংস্থাটির পাবলিক রিলেশন অ্যান্ড নেটওয়ার্কিংয়ের কো-অর্ডিনেটর আশরাফুল আলম। এছাড়াও অন্যান্য উন্নয়ন ও গণমাধ্যমকর্মীসহ ওই এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। 

এসময় এস এম জগলুল রাজীব ‘পালকী’র অবকাঠামো নির্মাণ কার্যক্রমের পটভূমি ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ‘পালকী’র পরিচালনা কমিটির বিশেষ দিকে তুলে ধরেন কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর আলমাস আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসকেএস ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার মো. ফারুক হোসেন। এছাড়াও কর্মসূচি বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করেন সিনিয়র অফিসার খন্দকার মো. রকিবুল হাসান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad