সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয়, কালো পতাকা উত্তোলন, শোক র্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারীর ভার্সচুয়ালি সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি শফিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রয়াত এমপি মঞ্জরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, সহ সভাপতি আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ্ আল মামুন, গোলাম কবির মুকুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ চন্দ্র শীল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রুহুল আমিন, যুগ্ম আহবায়ক সুমন মিয়া , রতন মিয়া প্রমূখ।