Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-১-২০২৪, সময়ঃ বিকাল ০৫:১২

সুন্দরগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

সুন্দরগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুইদিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মেলার সমাপনি ও পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মমিন মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, উপজেলা আইসিটি প্রোগ্রামার কৃষ্ণ চন্দ্র সরকার, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ প্রমুখ। 

পরে মেলায় অংশ গ্রহনকারী কলেজ পর্যায়ে তিনটি এবং মাধ্যমিক স্কুল পর্যায়ে তিনটি করে মোট ছয়টি প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শণীর স্টোলকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। 

এছাড়া বিজ্ঞান অ্যালিম্পিয়াডে বিজয়ী ৫ জন শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad