সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার ১০ জন আসামিকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাতে পুলিশ পরিদর্শক তদন্ত সেরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা হতে আসামিদের গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সুজা মিয়া, গোলাম মোস্তফা, রাসেল মিয়া, বকুল মিয়া, গোলাম মোস্তফা, সাজেদুল ইসলাম, সবুজ ব্যাপারী, সাকিব মিয়া, মনজু মিয়া ও শফিকুল ইসলাম। থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।