সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, মাদক, পর্ণোগ্রাফি আইন , শিশু ধর্ষণের চেষ্টা মামলার আসামিসহ ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
গত শনিবার দিবাগত রাতে থানার পুলিশ পরিদর্শক তদন্ত সেরাজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সবুজ মিয়া, রাতিন মিয়া, আনিছুর রহমান, রুহুল আমিন, আজগর আলী, লোকমান হোসেন, সোলেমান আরী, নায়েব আরী, রউফ মিয়া, দিদারুল ইসলাম। থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল রোববার জেল হাজতে পাঠানো হয়েছে।