নিজস্ব প্রতিবেদক ►
সবার বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে। যাদের বসবাস বস্তিতে। যাদের স্কুলের যাবার স্বপ্ন অনেকটাই দিবাস্বপ্ন। যাদেরকে বলা হয় সুবিধাবঞ্চিত শিশু। এইসব শিশুদেরও আছে সুপ্ত প্রতিভা। কিন্তু সুযোগের অভাবে যেটি প্রকাশ পায়না। অথচ সুযোগ পেলে এদের মধ্য থেকেই বের হয়ে আসবে দেশের ভবিষ্যত কর্ণধার।
আজ বুধাবার গাইবান্ধা রেলকলনীতে জুম বাংলাদেশ স্কুল মাঠে সকাল থেকে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও শিশুদের মাঝে বই ও শিক্ষা উপকরণ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ মৃধা, মশফিকুর রহমান জিয়া, এস এম রবিউল ইসলাম আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি, জুম বাংলাদেশ এর সমন্বয়ক মো. মেহেদী হাসান ও জুম বাংলাদেশ স্কুলের শিক্ষক ও ভলান্টিয়ারা।