• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-১১-২০২২, সময়ঃ সকাল ০৯:৩২

সেতু নির্মাণ সম্পন্ন না হওয়ায় বাঁশের সাঁকোতে পারাপার

 সেতু নির্মাণ সম্পন্ন না হওয়ায় বাঁশের সাঁকোতে পারাপার

সুলতান মাহমুদ চৌধুরী, দিনাজপুর ►

চার বছরেও শেষ হয়নি দিনাজপুরের নবাবগঞ্জ ও রংপুরের পীরগঞ্জের সাথে যোগাযোগের একমাত্র করতোয়া নদীর  জয়ন্তিপুর ঘাটের সেতু নির্মাণ কাজ । ফলে ভোগান্তি সাময়িক লাগবের জন্য নিজেরাই চাঁদা দিয়ে বাঁশের লম্বা সাঁকোতে পারাপার হচ্ছে দুই উপজেলার কয়েক লক্ষ মানুষ। 

তবে কর্তৃপক্ষ বলেছে, অল্প দিনের মধ্যেই নির্মাণ কাজ শেষ হলেই আলোর মুখ দেখবে সেতুটি। বর্তমানে জোরে সোরে কাজ শুরু করেছে নির্মাণাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান। 

উপজেলা প্রকৌশলী মজিবর রহমান জানান, জয়ন্তিপুর ঘাট-গোপিনাথপুর সড়কে ১৫০০ মিটার চেইনেজে জয়ন্তিপুর ঘাটে করতোয়া নদীর উপরে ২৯৪ মিটার দৈর্ঘ্য ৯.৮মিটার প্রস্থে ফুটপাতসহ এ ব্রিজের নির্মাণ কাজ চলছে। এতে ৮০টি পাইল, ৭টি স্প্যান, ৬টি পিলার ও ২টি এবাটমেন্ট রয়েছে। এছাড়াও রংপুরের পীরগঞ্জ উপজেলা সীমানায় ৩৮৭ মিটার ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সীমানায় ৪৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে।  দ্রুত ব্রিজটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ৫৮টি পাইল, ৩টি পিলারের বেজ ঢালাই সম্পন্ন হয়েছে।
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়