• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৮-২০২২, সময়ঃ সকাল ০৯:৩৪
  • ৫১ বার দেখা হয়েছে

২১ আগস্ট গ্রেনেড হামলায়  নিহতদের স্মরণে আলোচনা 

২১ আগস্ট গ্রেনেড হামলায়  নিহতদের স্মরণে আলোচনা 

নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গতকাল শনিবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু। 
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সদর উপজেলা সভাপতি রেজাউল করিম ভুট্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. অলি আহাদের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক রুবেল, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার, প্রমতোষ সাহা, বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব, মো. বাবুল আহমেদ প্রমুখ। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  
বক্তারা বলেন, ১৫ ও ১৭ আগস্ট এবং ২১ আগস্ট একই সুত্রে গাথা। মৌলবাদ অশুভ শক্তি আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যে সকল আসামি দেশের বাইরে ও আত্মগোপনে রয়েছে তাদেরকে ফিরিয়ে এনে বিচারের আওতায় সোপর্দ করতে হবে। অশুভ শক্তির সব অপতৎপরতা সত্বেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়