Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-১০-২০২২, সময়ঃ বিকাল ০৪:২৬

৭১-এ সম্মুখ যুদ্ধে শাহাদত বরণকারি ১২ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে গাইবান্ধায় নানা কর্মসূচি পালন

৭১-এ সম্মুখ যুদ্ধে শাহাদত বরণকারি ১২ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে গাইবান্ধায় নানা কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দলদলিয়া ত্রিমোহিনী ঘাটে ৭১-এ সম্মুখ যুদ্ধে শাহাদত বরণকারি ১২ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আজ সোমবার জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল, শহীদ স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনারের বেদিতে পুস্প মাল্য অপর্ন করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক প্রমুখ। 

দলদলিয়া বিজয় স্তম্ভ চত্বরে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা সহ-সভাপতি নাজমুল হুদা দুদু, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, সাঘাটা থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জোব্বার প্রমুখ। শেষে ১২ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে কবর জিয়ারত করা হয়। 

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের গণকবরের সন্ধান করে সেইসব জায়গা চিহ্নিত করতে হবে। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়নসাধিত হয়েছে। আগামী ৪১ সালের মধ্যে দেশ উন্নত বাংলাদেশে পরিণত হবে। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad