আবুল কালাম আজাদ, পলাশবাড়ী►
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার আওতাধীন আরসিসি ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার, ৮ মে) সকালে পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে পশ্চিম গোয়ালপাড়া ব্রীজ পর্যন্ত ৩৫৫ মিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদার।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. মুনছুর আলী ও সহকারি প্রকৌশলী মো. মর্তুজা এলাহী, ঠিকাদার মো. শরিফুল ইসলাম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরে পলাশবাড়ী পৌরসভার বাস্তবায়নে কোভিড-১৯ সহায়তা প্রকল্পের আওতায় ৭৮ লাখ ২৮ হাজার ৩৯৪ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ কাজটি বাস্তবায়ন করা হবে বলে জানা যায়।
গাইবান্ধার ঠিকাদারি প্রতিষ্ঠান এআর ইঞ্জিনিয়ারিং-এর স্বত্বাধিকারী মো. শরিফুল ইসলাম জানান, চলতি অর্থবছরের জুন মাসের মধ্যেই প্রকল্পটি শেষ করার লক্ষ্যে কাজ চলমান রয়েছে।