আমিনুল হক, ফুলছড়ি►
সবুজ মাঠের একপাশে বিশাল ভবন। অপর পাশ ঘেঁষে চলে গেছে বালাসীঘাট সড়ক। তবে পুরো ভবনটিই অদৃশ্য। বাইরে থেকে দেখলে মনে হবে কোনো কৃষি জমি। এই মাঠের ভেতরেই লুকিয়ে আছে অনন্য এক স্থাপনা ‘ফ্রেন্ডশিপ সেন্টার’। গাইবান্ধা শহর থেকে চার কিলোমিটার পূর্বে গাইবান্ধা-বালাসী সড়ক ঘেঁষে এ স্থাপনার অবস্থান।