Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৫ ঘন্টা আগে
  • ৪৮ বার দেখা হয়েছে

বরাদ্দ নেই, থমকে আছে সুন্দরগঞ্জের শিশু পার্কের নির্মাণ কাজ

বরাদ্দ নেই, থমকে আছে সুন্দরগঞ্জের শিশু পার্কের নির্মাণ কাজ

তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►

‘আই লাভ সুন্দরগঞ্জ’ ইংরেজি এই বাক্যটি নিয়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে সুন্দরগঞ্জ উপজেলা। 

উপজেলা পরিষদের পুকুরের শোভা বর্ধন ও মিনি শিশু পার্কের বিভিন্ন উপকরণ তৈরি করে পুকুরের উত্তর পাড়ে সিমেন্ট নিয়ে নির্মাণ করা হয় ‘আই লাভ সুন্দরগঞ্জ’। সেই সাথে পুকুর পাড় পাকাকরণ, বসার স্থান, লাইটিং ব্যবস্থা এবং মিনি পার্কে শিশুদের খেলাধুলার উপকরণ, বসার চেয়ার, একাধিক কবির খোদাই করা ছবি নির্মাণ করা হয়। 

কিন্তু হঠাৎ করে মিনি পার্ক এবং পুকুরের শোভা বর্ধনের কাজ ঝুলে যাওয়াই বিনোদন প্রেমীরা হাতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। তদারকি এবং ব্যবস্থাপনা না থাকায় নষ্ট হয়ে যাচ্ছে তৈরিকৃত উপকরণ। পুকুরের শোভা বর্ধনের কাজ এখন অসুন্দরে পরিনত হয়েছে। 

পৌর শহরের মধ্যে কোন বিনোদন কেন্দ্র নেই। সে কারণে প্রতিদিন সকাল-বিকাল শিশু ছেলেকে নিয়ে ঘুরতে আসি মিনি শিশু পার্কে বলেন কলেজ পাড়ার হাসান শুভ। সেটিও তদারকি অভাব ও অব্যবস্থাপনার কারনে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। ইতোমধ্যে শিশুদের বসার স্থান, লাইটং ব্যবস্থা, পুকুর পাড়ের ইটের গাথনী নষ্ট হয়ে গেছে। তারপরও পৌরবাসি ও উপজেলার আবাসিক এলাকার বাসিন্দাদের ছেলে মেয়েরা সকাল বিকাল এই পার্কে এসে আড্ডা দিচ্ছে। 

উপজেলা পরিষদের উত্তর পাশের গোয়ালের ঘাট বধ্যভূমি এবং কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ৮ বছর আগে পুকুরের শোভা বর্ধন ও শিশু পার্কের নির্মাণ কাজ শুরু করে উপজেলা পরিষদ। এতে সহযোগিতা করেছেন সাবেক সংসদ সদস্যগণও বললেন সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডল। তাঁর ভাষ্য এতে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। বরাদ্দ না থাকায় পরবর্তীতে আর কাজ করা সম্ভাব হয়নি। সে কারনে পুকুরের শোভা বর্ধন ও মিনি শিশু পার্কের নির্মাণ কাজ ঝুলে যায়।

পার্কে ঘুরতে আসা শিশু  সুমাইয়া আকতার বলেন, এখানে ঘুরতে আমার খুব ভালো লাগে। পার্কে বসার চেয়ার, দোলনাসহ বিভিন্ন খেলাধুলার উপকরণ আছে। তাছাড়া পুকুর পাড়ের দুই পাশে পাকা রাস্তা আছে, যা দেখতে অনেক ভাল। এখানে আরও উপকরণ দরকার। 

উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা বলেন, জায়গাটি অত্যন্ত চমৎকার। কারন এর পাশঘেঁসে তিস্তার একটি শাখা নালা রয়েছে। বর্ষাকালে০ দৃষ্টি নন্দন মনোরম পরিবেশ সৃষ্টি হয় এখানে। সকলের প্রচেষ্টায় বিনোদন পার্ক নির্মাণ করা একান্ত প্রয়োজন। ছেলে মেয়েদের বিকাশের জন্য বিনোদন কেন্দ্র সহপাঠ্যক্রম কার্যবালীর একটি অংশ। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিযার রহমান বলেন, পুকুরের শোভা বর্ধন ও মিনি পার্কের তৈরিকৃত উপকরণ সমুহ মেরামত ও তদারকি করা জরুরী হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।            

উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস বলেন, উপজেলা শহরে একটি বিনোদন কেন্দ্র অত্যন্ত জরুরী। পুকুরের শোভা বর্ধন ও মিনি পার্কের নির্মাণ কাজ চলামান রাখার ব্যবস্থা করা হবে।     

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad